রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
ইংল্যান্ডকে বিদায় করে প্রতিশোধ নিল নিউজিল্যান্ড: ফাইনালের অপেক্ষায়

ইংল্যান্ডকে বিদায় করে প্রতিশোধ নিল নিউজিল্যান্ড: ফাইনালের অপেক্ষায়

ক্রীড়া প্রতিবেদক

সবশেষ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডকে কাঁদিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। এবার সেই ইংল্যান্ডকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় করে ফাইনালে পৌছে গেল নিউজিল্যান্ড। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো ব্ল্যাক ক্যাপসরা।ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল এবং জিমি নিশামের ঝড়ো ব্যাটিংয়েই ১ ওভার হাতে রেখে ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৬৬ রানের বাধা অতিক্রম করে গেছে কিউইরা। ৭২ রান করে অপরাজিত থেকে গেছেন মিচেল। এছাড়া শেষমূহুর্তে ১১ বলের ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা পালন করেন জিমি নিশাম।আবুধাবিতে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন কিউই অধিনায়ক উইলিয়ামসন। ওপেনারদের ব্যর্থতায় শুরুটা তেমন ভালো ছিল না ইংল্যান্ডের। প্রথম দশ ওভারে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৬৭ রান। সেখান থেকে ডেভিড মালান ও মঈন আলির ব্যাটে ভর করে শেষ দশ ওভারে যোগ করে আরও ৯৯ রান। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড করে ৪ উইকেটে ১৬৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ১৬৭ রানের। জবাবে ১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় ব্লাক ক্যাপসরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers