রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
রামপালে শিশুকে যৌন হয়রানির অভিযোগ 

রামপালে শিশুকে যৌন হয়রানির অভিযোগ 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে মাদরাসা পড়ুয়া শিশু কন্যা (৭) কে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। প্রভাবশালীদের চাপে  শিশুর পরিবার মামলা করতে পারছেন না বলে ভুক্তভোগীরা দাবী করেন। অভিযোগে জানা গেছে, উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামের ফরিদ শেখের প্রথম শ্রেণীতে পড়ুুয়া কন্যাকে দুই দফায় যৌন হয়রানি করেন মিজান ইজারাদার (৫০) নামের এক ব্যক্তি। গত বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় ওই শিশুকে যৌন হেনেস্তা করে ওই মিজান। এর পূর্বে দুই মাস আগে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে হয়রানি করে ওই নরপশু। শিশুর বাবা-মায়ের উপস্থিতিতে সাংবাদিকরা শিশুর কাছে জানতে চাইলে শিশুটি হয়রানির কথা স্বীকার করে। তারা এ ঘটনায় বিচার দাবী করেন। এ ব্যাপারে অভিযুক্ত মিজানের কাছে জানতে চাইলে মিজান ঘটনা অস্বীকার করে বলেন, আমাকে হয়রানির চেষ্টা করা হচ্ছে। ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য শেখ আসাদুজ্জামান ও এলাকার দুলাল শেখসহ অন্যান্যরা বলেন, আমাদের কাছে মেয়ের বাবা ও নানা অভিযোগ করেছে। ঘটনা সঠিক নয়, হয়রানির উদ্দেশ্যে এমন অপপ্রচার কার হচ্ছে। শনিবার দুপুরে ঘটনাস্থে গিয়ে জানতে চাওয়া হয় আপনারা কি কোন তদন্ত করেছেন ? তারা বলেন এখনও তদন্ত করে দেখা হয়নি। ভুক্তভোগীরা রামপাল থানার ওসিসহ আইন শৃঙ্খলা বাহিনী যাতে তদন্ত করে প্রকৃত দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের তার জোর দাবী জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers