শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে রবিন্দ্রনাথ হালদার নামের একজন ইউপি সদস্য টানা ১০বারের মত ইউপি সদস্য নিবার্চিত হয়ে শপথ বাক্য পাঠ করেছেন। এই নিয়ে তিনি টানা ৫০বছর ধরে একটি ওয়ার্ডে মেম্বরের দায়িত্ব পালন করেছেন। এই স্বনামধণ্য জনপ্রতিনিধিকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নাগরীক সংর্বধনা দেওয়ার সিধান্তও গ্রহন করা হয়েছে। উপজেলার ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মানসা গ্রামের ইউপি সদস্য রবিন্দ্রনাথ হালদার (বাটুল) দীর্ঘ ৫০বছর ধরে অথার্ৎ টানা ১০বারের মত ইউপি সদস্য নিবার্চিত হয়ে এবারও শপথ বাক্য পাঠ করে আবারও মেম্বরের দায়িত্ব গ্রহন করেছেন। এবং বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে তিনি শপথ গ্রহন করেন। যা সারা দেশের মধ্যে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন(পিকেএ)।
Leave a Reply