রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
ফকিরহাটে ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প রামপালে দুর্বৃত্তের অগ্নি সংযোগ; বিএনপির আরও ৪ নেতা গ্রেফতার “বিজয়ের মাসের প্রথম দিনে নতুনধারার সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ ” ৩৪ দিনে ৪৮০ বাহন ও ১১৯ স্থাপনায় অগ্নি সংযোগ-ভাংচুর বাগেরহাটে আওয়ামী লীগের দুই বিদ্রোহীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৩০ প্রার্থী রামপালে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস বিএনপির ১০ নেতা গ্রেফতার  রামপালে সংসদ সদস্য পদে মন্ত্রী হাবিবুন নাহারসহ ২ জনের মনোনয়ন পত্র জমা ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এম ভি আরভিকা মোংলা বন্দরে বাগেরহাটের রামপালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন বাগেরহাটে মনোনয়ন ফরম সংগ্রহ তিন স্বতন্ত্রসহ ১৪ প্রার্থী
ডিআরইউ সেরা প্রতিবেদন পুরস্কার পেলেন ২২ জন

ডিআরইউ সেরা প্রতিবেদন পুরস্কার পেলেন ২২ জন

চুলকাটি ডেস্ক

ছাপা পত্রিকা, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ২২ সাংবাদিককে সেরা প্রতিবেদন পুরস্কার দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ বছর ২২টি ক্যাটাগরিতে ২৩০টি প্রতিবেদন জমা পড়েছিল। দেশের শীর্ষস্থানীয় সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের নিয়ে গঠিত দশ সদস্যের জুরি বোর্ড এর মধ্য থেকে ২২টি সেরা প্রতিবেদন নির্বাচন করেন। ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১’ আয়োজনে সার্বিক সহায়তা দিয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ।

অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।

নৈতিকতা মেনে সাংবাদিকতা করার ওপর জোর দিয়ে স্পিকার বলেন, গণমাধ্যম জনজীবনের এক অপরিহার্য অনুষঙ্গ। এখন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনেক নাশকতার ঘটনা ঘটছে। সাংবাদিকদের সেসব থেকে জনগণকে সুরক্ষিত রাখতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিয়ে বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য এবং যথাযথ তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করতে হবে। যে গণমাধ্যম জনগণের যত আস্থা অর্জন করতে পারবে, সেই গণমাধ্যম তত এগিয়ে যাবে।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের রেকর্ড করা বক্তব্য শোনানো হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, জুরি বোর্ডের চেয়ারম্যান ও ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার, নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল।

তানভীর এ মিশুক বলেন, সুষ্ঠু সাংবাদিকতা ন্যায়বিচার এনে দেয়, অবকাঠামোগত পরিবর্তন আনে। এ পুরস্কার সাংবাদিকদের আরও ভালো কাজে এগিয়ে নিয়ে যাবে।

জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার জানান, এবার পুরস্কারের জন্য মোট ২২টি ক্যাটাগরিতে ২৩০টি প্রতিবেদন জমা পড়ে। এর মধ্যে ছাপা পত্রিকা ও অনলাইনের জন্য নির্ধারিত ১৩টি ক্যাটাগরিতে জমা পড়ে ১৫৪টি প্রতিবেদন। ইলেকট্রনিক গণমাধ্যমের (টেলিভিশন ও রেডিও) ৯টি ক্যাটাগরিতে ৭৬টি প্রতিবেদন জমা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুরি বোর্ডের সদস্য ও টিভি টুডের এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল, নিউ নেশনের এডিটর ইনচার্জ মোস্তফা কামাল মজুমদার, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি মনোয়ার হোসেন।

বিজয়ী রিপোর্টারদের মধ্যে রয়েছেন, ছাপা পত্রিকা ও অনলাইনে- মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সালেহ রনি, শিক্ষায় (মহামান্য রাষ্ট্রপতির সৌজন্যে) বিজনেস স্ট্যান্ডার্ডের আব্বাস উদ্দিন নয়ন, অপরাধ ও আইনশৃঙ্খলায় ডেইলি স্টারের একেএম রাশিদুল হাসান, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিতে প্রথম আলোর আসাদুজ্জামান, রাজনীতি, প্রশাসন, বিচার, সংসদ ও নির্বাচন কমিশনে দৈনিক আমাদের সময়ের কবির হোসেন, ক্রীড়ায় ঢাকা পোস্টের জোবায়ের হোসেন (আরাফাত জোবায়ের), স্বাস্থ্য বিষয়ে প্রথম আলোর রোজিনা ইসলাম, সেবা খাতে বাংলা ট্রিবিউনের শাহেদুল ইসলাম (শাহেদ শফিক), কৃষি ও পরিবেশে যুগান্তরের এসএএম হামিদ-উজ-জামান (হামিদ-উজ-জামান), অর্থনীতিতে কালের কণ্ঠের জিয়াদুল ইসলাম, আর্থিক খাতে (ব্যাংক, বীমা ও পুঁজিবাজার) বিজনেস স্ট্যান্ডার্ডের জেবুন নেসা আলো, নারী, শিশু ও মানবাধিকারে প্রথম আলোর নাজনীন আখতার, বৈদেশিক সম্পর্কে (কূটনীতি ও জনশক্তি) সময়ের আলোর রফিকুল ইসলাম সবুজ।

টেলিভিশন ও রেডিও ক্যাটাগরি : অর্থনীতিতে যমুনা টিভির সুশান্ত সিনহা, আর্থিক খাতে (ব্যাংক, বীমা ও পুঁজিবাজার) একাত্তর টেলিভিশনের কাবেরী মৈত্রেয়, অপরাধ ও আইনশৃঙ্খলায় মাছরাঙ্গা টেলিভিশনের মাজহারুল ইসলাম, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিতে নাগরিক টিভির শাহনাজ শারমিন, নারী, শিশু ও মানবাধিকারে মাছরাঙ্গা টেলিভিশনের কাওসার সোহেলী, ক্রীড়ায় চ্যানেল টোয়েন্টিফোরের সাদমান সাকিব, স্বাস্থ্য খাতে যমুনা টিভির আবু সালেহ মো. পারভেজ সাজ্জাদ (সাজ্জাদ পারভেজ), সেবা খাতে এনটিভির শফিক শাহীন, সুশাসন ও দুর্নীতিতে (অনুসন্ধানী) একাত্তর টেলিভিশনের আদনান খান (নয়ন আদিত্য)।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers