শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
|
পি কে অলোক,নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষে রাজনৈতিক নের্তৃবৃন্দ সংবাদকর্মি জনপ্রতিনিধি বাস-মিনিবাস মালিক সমিতির কর্মকর্তা চালক ও সকল প্রকার যানবাহন শ্রমিকদের নিয়ে আলোচনা সভা লিফলেট বিতরন অনুষ্ঠান শুক্রবার সকাল সাড়ে ১০টায় থানা চত্তরে অনুষ্ঠিত হয়েছে। হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন (পিপিএম) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সভাপতি স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন রুপসা-বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন।প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, আমাদেরকে সরকারী নির্দ্দেশনা গুলি মানতে হবে। তাছাড়া নিরাপদ সড়ক গড়তে হলে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সকলের সমন্বিত উদ্যোগ ছাড়া নিরাপদ সড়ক গড়ে তোলা সম্বাব নয়। তিনি বলেন, সড়ক মহাসড়কে শুধু থ্রি-হুইলার জাতীয় অবৈধ যানবাহন চলাচল বন্ধ করলে হবে না। সড়ক গুলি সংস্কার, সাইড সোল্ডার পুনঃ নির্মান ও সড়কের পার্শ্বে ইটবালু কাঠ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে হৃস পাবে। গতিসিমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ান ফরিদপুর এর সার্বিক সহযোগীতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বুলু, খুলনা আন্তজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হারুন মোল্লা, পিলজংগ ইউননিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, লখপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা, রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু, পিলজংগ ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও বাগেরহাট সদর উপজেলা আ,লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সাত্তার শেখ। এর আগে সংবাদকর্মি রাজনৈতিক নের্তৃবৃন্দ জনপ্রতিনিধি চালক শ্রমিক ও মালিকদের মাঝে লিফলেট বিতরন করা হয়।
Leave a Reply