রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন
মোল্লা আব্দুর রব,বাগেরহাট অফিস
বাগেরহাটে ইলিশ আহরণে নিষেধাজ্ঞার দশ দিনে অবৈধভাবে ইলিশ শিকারের চেষ্টার অপরাধে দুই লক্ষ মিটার ইলিশের জাল জব্দ করা হয়েছে।৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর রাত পর্যন্ত বাগেরহাট জেলার ৯ উপজেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।এই সময়ে ১৬৩টি অভিযান চালিয়েছে বাগেরহাট জেলা মৎস্য বিভাগ।এছাড়া ২৭টি ভ্রাম্যমান আদালত,৭টি মামলা,৮ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৫কেকজি ৭০০ গ্রাম ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগের কর্মকর্তারা।বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ.এস এম রাসেল বলেন,ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিনের জন্য থেকে ইলিশ আহরণ,বিপনন ও সংরক্ষন নিষিদ্ধ করা হয়েছে।সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর সক্রিয় রয়েছে। তারপরও কিছু অসাধু জেলে ও ব্যবসায়ীরা মৎস্য অধিদপ্তরের চোখ ফাকি দিয়ে ইলিশ আহরণের চেষ্টা করছে।যারা নিষেজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের চেষ্টা করেছে আমরা তাদেরকে আইনের আওতায় এনেছি।২৬ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত যাতে কেউ ইলিশ আহরণ করতে না পারে সেজন্য মৎস্য অধিদপ্তর সক্রিয় থাকবে বলে জানান তিনি।
Leave a Reply