রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের শরণখোলায় বিশৃংখলা সৃষ্টির উদ্দেশ্যে গভীর রাতে মিছিল করার অপরাধে চারজনকে আটক করেছে পুলিশ।বুধবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার রায়েন্দা বাজারের তিন রাস্তা মোড় থেকে এই চার জনকে আটক করা হয়।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন,শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের চাঁনমিয়া হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (৪৫),বাচ্চু মাঝির ছেলে সজিব মাঝি (২০),নূরুল ইসলাম খানের ছেলে বায়জিদ খান (২০) এবং উত্তর রাজাপুর গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে ওলিয়ার রহমান হাওলাদার (১৯)।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান,বুধবার (১৩ অক্টোবর) গভীর রাতে বিশৃংখলা সৃষ্টির উদ্দেশ্যে উপজেলার রায়েন্দা ইউনিয়নে মিছিল বের করে কয়েকজন। মিছিলের খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌছালে মিছিলকারীরা পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।তবে কি কারনে রাতে মিছিল করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।আটককৃতদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হওয়ার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply