রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৫ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে আন্তার্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।কর্মসুচির মধ্যে ছিল ভুমিকম্প ও অগ্নিকান্ড সংক্রান্ত মোহড়া ও আলোচনা সভা।
বুধবার বিকালে বাগেরহাট সদর উপজেলার শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বসত ঘরে কাঠের চুলার মাধ্যমে,গ্যাস সিলিন্ডারের মাধ্যমে অথবা অন্য কোনভাবে আগুন লাগলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কিভাবে জীবনের ঝুকি নিয়ে আগুন নিভাতে এবং আটকে পড়াদের উদ্ধার করে তা দেখানো হয়।এ সময় সড়ক দুর্ঘটনায় কবলিত আহতদের উদ্ধার এবং চিকিৎসার ব্যবস্থা করার কর্ম তৎপরতা সম্পর্কেও ধারনা দেয়া হয়।গ্রামবাসীসহ পাশে অবস্থিত পুজা মন্দিরে আগত দর্শনার্থীর এ মহড়া উপভোগ করে।এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রান ও পুনবার্সন কর্মকতার্ মোঃ মাসুদুর রহমান,শরৎ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আজমল হোসেন,প্রধান শিক্ষক মোঃ আসাদুল কবির,বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক,কাড়াপাড়ার নব নিবার্চিত ইউপি চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন,ইউপি সদস্য মো: আরিফুল ইসলাম,মো:মাহফুজুর রহমান খোকন,বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান সিরাজসহ তার সহকর্মীবৃন্দ।এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
Leave a Reply