রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৯ অপরাহ্ন
চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উৎসব ভাতা প্রদান করলেন বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার এর সহধর্মিনী ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি পূজা শিকদার। শিক্ষার মান উন্নয়ন, ঝরেপড়া রোধ ও বাল্য বিবাহ প্রতিরোধে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা নানামুখী পদক্ষেপ গ্রহন করায় পুরস্কার স্বরুপ এই উৎসব ভাতা প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, ৩৬০জন শিক্ষার্থীদের-কে করোনা কালিন দুর্যোগের কারণে তাদের দুই বছরের মাসিক বেতন ও অন্যান্য উপকরণ সামগ্রীও লেখাপাড়ার যাবতীয় খরচ বহন করছেন তার স্বামী বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার। ফলে বিদ্যালয়টি শিক্ষারমান উন্নয়নে আরো একধাপ এগিয়ে যাবে বলে অনেকের ধারনা। তাঁর পক্ষে বোনাসের এই অর্থ প্রদান করেন লিটন শিকদার এর ভাই বিশিষ্ট সমাজসেবক শিশির শিকদার। শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এই অর্থ প্রদান করা হয়।জানা গেছে, হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার উক্ত বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহনের পর হতে বিদ্যালয়টির উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহন করেন। পরবর্তিতে উক্ত পদে তার স্ত্রী পূজা শিকদার দায়িত্ব গ্রহন করে একই ধারা অব্যাহত রেখেছেন। যারই অংশ হিসাবে তিনি আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উৎসব ভাতা স্বরুপ সকল শিক্ষক-কর্মচারীদেরকে উৎসব বোনাস প্রদান করেছেন। শুধু তাই নয়, ৩৬০জন শিক্ষার্থীকে তাদের দুই বছরের বেতন ও অন্যান্য সকল খরচও তিনি বহন করছেন। আর এই বিশাল আকারের খরচ নিজ বহন করার ফলে বিদ্যালয়টি শিক্ষারমান উন্নয়ন, ঝরেপড়া রোধ, শ্রেণীকক্ষে শতভাগ উপস্থিতি ও বাল্য বিবাহ প্রতিরোধে ব্যাপক সহায়ক হবে বলে অনেকে ধারনা করেছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নিখিল কুমার ঘোষ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন,আমার চাকুরী জীবনে আমি এই প্রথম কোন শিক্ষানুরাগীর নিকট হতে উৎসব ভাতা পেলাম। ইহাতে আমি ও আমার শিক্ষকরা গর্বিত। আমি ও আমার সহকর্মীরা সভাপতির এই মহতী উদ্যোগে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
Leave a Reply