বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের কচয়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির জন্য দিনব্যাপী এক ‘ওরিয়েন্টেশন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। কর্মশালায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল, জন সংযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মোঃ মেহেদী হাসান, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনিশংকর পাইক, জেলা সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।
Leave a Reply