রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের ৬৫টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অণুষ্ঠিত হয়েছে। ইভিএমে ভোট হওয়া ইউনিয়নগুলো হচ্ছে বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন,ফকিরহাট উপজেলার বেতাগা,মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ও সোনাইলতলা।ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম বারের মত ইভিএমে ভোট গ্রহন করায় খুশি ভোটার ও প্রার্থীরা।সুষ্ঠভাবে নিরবিচ্ছিন্ন ভোট গ্রহন করতে পেরে খুশি কর্মকর্তারাও।ভবিষ্যতে সকল ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাইনতলা
ইউনিয়নের সরাফপুর দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে ইভিএমে বোট দিয়ে সন্তোষ প্রকাশ করেন পাঞ্চাশোর্ধ নারী লাভলি বেগম।তিনি বলেন,প্রথমে ভাবছিলাম মেশিনে ভোট দিতে হবে।এটা আবার কেমনে দিব।ভোট কক্ষে প্রবেশের পরে এক স্যার একটি মেশিনে দেখিয়ে দিলেন কিভাবে ভোট দিতে হবে।তার দেখানো পদ্ধতিতে বুতের মধ্যে গিয়ে সাদা ও সবুজ বোতাম টিপে ভোট সম্পন্ন করলাম।খুবই ভাল লাগছে,তেমন কোন ঝামেলা নেই।
একই ইউনিয়নের বারইপাড়া কেন্দ্রের ভোটার বৃদ্ধ ছত্তার আলী বলেন,মেশিনের উপর আমার আঙ্গুল টিপে ধরলাম, সাথে সাথে আমার ছবি ভেসে উঠল।আগুলে কালি মাখিয়ে অন্ধকার ঘরের মধ্যে গেলাম।দুটি বাটন টিপে ভোট দিয়ে বের হয়ে আসলাম।খুবই ভাল লাগল।অনেক সময় কেন্দ্রে এসে ভোট দিতে পারিনি।শুনেছি আমার ভোট অন্য মানুষে দিয়ে গেছেন।ইভিএমে এ ধরণের কোন সুযোগ নেই জেনে খুব ভাল লাগছে।বাইনতলা
ইউনিয়ন পরিষদের সতন্ত্র পার্থী গাজী আরাফাত বলেন,ইভিএমে ভোট হওয়ায় আমি খুব খুশি। কারণ এখানে যেমন এক ব্যক্তি অন্য কারও ভোট দিতে পারেনা।আবার কেউ চাপ প্রয়োগ করে ভোট নিতে পারেনা।ভবিষ্যতে সকল ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণের দাবি জানান তিনি।বাইনতলা ইউনিয়নের ব্রিচাকশ্রী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খান আমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ইভিএমে সুবিধা অনেক।একটু বুঝলেই সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারেন। আমরাও ভোটারদের সার্বিক সহযোগিতা করছি।মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেণ,ভোট গ্রহণের জন্য ইভিএম অনেক আধুনিক পদ্ধতি।এই পদ্ধতিতে অনেক কম সময়ে বেশি মানুষ ভোট দিতে পারেন।ভোট গোনার কোন ঝামেলা থাকেনা। সফটওয়ারের মাধ্যমে দ্রুত রেজাল্ট পাওয়া যায়।একজনের ভোট অন্য জন দেওয়ার সুযোগ নাই,তাই সবাই এই পদ্ধতি পছন্দ করে।ইভিএমে অনুষ্ঠিত ইউনিয়ন
গুলোর মধ্যে ফকিরহাট উপজেলার বেতাগা,মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ও সোনাইলতলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।এরা হলেন,বেতাগা ইউনয়িনে শেখ ইউনুস আলী,বুড়িরডাঙ্গায় উদয় শংকর বিশ্বাস এবং সোনাইলতলায় নারজিনা বেগম।বাইনতলা ইউনিয়নে তিনজন প্রার্থী ছিলেন। দুই প্রার্থীকে হারিয়ে আওয়ামী লীগ মনোনীত আব্দুল-াহ ফকির নির্বাচিত হয়েছেন।
Leave a Reply