শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৫০ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে ২নং লখপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রাথর্ী গাজী মোঃ গিয়াস উদ্দিনের আনারস প্রতীকের নিবার্চনী গণসংযোগ শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। কাকডাকা ভোর হতে তিনি লখপুর ইউনিয়নের বল্লবপুর, লখপুর,খাজুরা ফকির বাড়ি, জাড়িয়া মাইট কুমরা, জাড়িয়া বারুইডাঙ্গা, ভবনা, ভট্টখামার ও ভবনা হুলোর মাথা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সেনা কর্মকতার্ মোঃ রেজাউল করিম, সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা মোঃ মামুন মোল্লা, মোঃ ফারুক গাজী, সোহেল শেখ, রাহিম শেখ, তরিকুল ইসলাম, আব্দুল জলিল ও রাজু শেখ প্রমুখ। এসময় তারা স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মোঃ গিয়াস উদ্দিনের আনারস প্রতীকের লিফলেট বিতরন ও ভোট প্রার্থনা করেন।
Leave a Reply