রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
ফকিরহাটে ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প রামপালে দুর্বৃত্তের অগ্নি সংযোগ; বিএনপির আরও ৪ নেতা গ্রেফতার “বিজয়ের মাসের প্রথম দিনে নতুনধারার সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ ” ৩৪ দিনে ৪৮০ বাহন ও ১১৯ স্থাপনায় অগ্নি সংযোগ-ভাংচুর বাগেরহাটে আওয়ামী লীগের দুই বিদ্রোহীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৩০ প্রার্থী রামপালে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস বিএনপির ১০ নেতা গ্রেফতার  রামপালে সংসদ সদস্য পদে মন্ত্রী হাবিবুন নাহারসহ ২ জনের মনোনয়ন পত্র জমা ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এম ভি আরভিকা মোংলা বন্দরে বাগেরহাটের রামপালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন বাগেরহাটে মনোনয়ন ফরম সংগ্রহ তিন স্বতন্ত্রসহ ১৪ প্রার্থী
বাগেরহাটে কেন্দ্র দখলের শঙ্কায় সাত প্রার্থীর অভিযোগ

বাগেরহাটে কেন্দ্র দখলের শঙ্কায় সাত প্রার্থীর অভিযোগ

বাগেরহাট অফিস
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।ভোটের দিন কেন্দ্র দখল,ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকী ও কর্মীদের ভয়ভীতী দেখানোর অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দী প্রার্থীদের বিরুদ্ধে।এসব অভিযোগের প্রতিকার ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে এই ইউনিয়নের সাতজন সদস্য প্রার্থী বাগেরহাট জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।
আবেদনকারীরা হলেন,সাউথখালী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়াডের্র সদস্য প্রার্থী শফিকুল ইসলাম ডালিম,২ নং ওয়াডের্র সদস্য প্রার্থী মোঃ দোলোয়ার হোসেন খলিল মীর, ৪ নং ওয়াডের্র সদস্য প্রার্থী সামসুল আলম রিপন,৫ নং ওয়াডের্র সদস্য প্রার্থী আল আমিন খান,৭ নং ওয়াডের্র সদস্য প্রার্থী আবু হানিফ মুন্সি এবং ৩ নং ওয়াডের্র সদস্য প্রার্থী জামাল হোসেন জমাদ্দার,৮ নং ওয়াডের্র সদস্য প্রার্থী জাহাঙ্গীর খলিফা।আবেদনকারী প্রার্থী শফিকুল ইসলাম ডালিম বলেন,আমার প্রতিদ্বন্দী প্রার্থীর বাড়ির সামনে কেন্দ্র থাকায় নির্বাচনের আগে থেকেই নানা রকম হুমকি-ধামকী দিয়ে আসছে।এমনকি আমার সমর্থকদের উপর হামলা চালায় এবং কুপিয়ে আহত করে কয়েকজন কর্মীকে।এসব কাজের নেপথ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ রয়েছে।তিনি আমার প্রতিদ্বন্দী প্রার্থী এবং অন্যান্য ওয়ার্ডে তার মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছেন।নির্বাচনের দিন কেন্দ্র দখল করারও পরিকল্পনা রয়েছে তার।সদস্য প্রার্থী জামাল হোসেন জমাদ্দার, মোঃ দোলোয়ার হোসেন খলিল মীর,আল আমিন খানসহ সকল প্রার্থীদের অভিযোগ আমরা আওয়ামী লীগের নিবেদিত কর্মী হওয়ার পরেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানা প্রকার বাঁধার সম্মূখিন হচ্ছি।সাউথখালী ইউনিয়নের সদস্য প্রার্থীদের কর্মী ও সমর্থকদের নানা প্রকার ভয়ভীতি প্রদর্শণসহ বিভিন্নভাবে আমাদের হয়রানি করছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজ।তিনি একটি বাহিনী গঠন করে প্রতিনিয়ত কেন্দ্রে না যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন। ঝুকিপূর্ণ কেন্দ্রে প্রশাসনের কঠোর নজর দারির পাশাপাশি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবি করেন এই প্রার্থীরা।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজ বলেন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি কাউকে হয়রানি করার প্রশ্নই আসে না।যারা জনশূন্য, যাদের কোন ভোট নেই তারা এসব অভিযোগ করবে। আমার বিরুদ্ধে অন্তত এক হাজার অভিযোগ রয়েছে। কোন অভিযোগ সত্য নয়।
সদস্য প্রার্থীদের অভিযোগের সত্যতা পেলে নির্বাচন বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সাউথখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers