মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘর,রান্না ঘর ভাংচুর,নারীর শ্লীলতাহানী ও লুটপাটের ঘটনা ঘটেছে।এ বিষয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিগ্রসস্থ ভুক্তভোগী আফরোজা বেগম প্রতিপক্ষ মালেক মলঙ্গী,হায়দার,সহ ৫জনের নাম উল্লেখ করে বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।মামলা নং ৩৮৮/২১ তারিখ ২৬/০৮/২১ মামলার অভিযোগে জানাযায়,বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বজ ইউনিয়নের ষাটগুম্বজ মৌজায় এস,এ,১৪৪ নং খতিয়ানে ৯৪ দাগে ৪৭ শতক বাস্ত বাড়ীর মধ্যে ৮,৬শতাংশ জমি রয়েছে যেখানে আফরোজা বেগম তার পরিবারসহ তার বদৌন্নতায় পাশের বারান্দায় ভিক্ষুক জাকিয়া বেগম ও শরিফা বেগম দুজন মহিলা থাকে।গত ২৬ আগষ্ঠ বৃহস্পতিবার সকালে বাড়ীতে আফরোজা বেগম সাংসারিক কাজকর্ম করছিলো,এসময় প্রতিপক্ষ মালেক মলঙ্গী,হায়দার,সহ ৫/৭জন সন্ত্রাসী ওই বাড়ীতে অনাধিকার ভাবে প্রবেশ করে জোর পুর্ব ঘর থেকে চুলের মুঠি ধরে বের করে বাহিরে ফেলে দেয়।এবং লোহার রড,রামদা,হাতুড়ি ও বিভিন্ন অস্ত্র নিয়ে বেআইনী ভাবে আমার বসত-বাড়িতে প্রবেশ করে ও আমাদের কাঠের তৈরী ঘরের দরজা,জানালা,হাসঁ –মুরগীর ঘর ভাংচুর করে যাতে কমপক্ষে নূন্যতম লক্ষাধিক টাকার ক্ষতি করে এসব তান্ডবের সময় আমি ননদ শরিফা, পুত্র রিপন বাধা দিলে হামলাকারীরা তাদের বেদম মারপিট সহ শ্লীলনাহানীর চেষ্টা করে সন্ত্রাসীদের আঘাতে আমার জখম হই। এবং রান্নাঘরের হাড়ি-পাতিলসহ সব কিছু ভাংচুর করেছে তারা।তার একটি প্রভাবশালীদের নাম ভাংগিয়ে একটি সন্ত্রাসী বাহিনী করে নিয়মিত সন্ত্রাসী ,চাদাবাজী,নারী নির্যাতনসহ এহেন কোনো কাজ নেই যা তাদের পান্ডার দলেরা করেনা। এদের ভয়ে এলাকার সাধারন মানুষ কেউ মুখ খুলতে সাহস পায়না।ক্ষতিগ্রস্থ আফরোজা বেগম বলেন,গত ১৫/০৯/২০ তারিখ সম্পত্তির মালিকরা ৮,৬ শতক জমির দখল বুঝাইয়া দেন এবং ওই দিন বাগেরহাট সাব রেজিষ্ট্রি অফিসে ৩৩৩১/২০২০ নং হেবার মাধ্যমে তফশীল বর্নিত সম্পত্তি আমাকে হস্তান্তর করেন।সেই থেকে আমি ভোগ দখলে আছি।কিন্তু হঠাৎ করে এলাকার কতিপয় সন্ত্রাসীরা পুরুষদের না পেয়ে ভাংচুরের সময় মারধরও করেছেন নারীদের।এব্যাপারে মালেক মলঙ্গী,হায়দার সকল অভিযোগ অস্বিকার করে জানান,যে ওই জায়গা আমাদের ক্রয়কৃত সম্পত্তি এবং আমাদের দখলে রয়েছে প্রতিপক্ষরা আমাদের নামে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন,এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত কওে পরবর্তি ব্যাবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply