মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা-বাহিরদিয়া এলাকা থেকে কুক্ষ্যাত মাদক কারবারী রিপন শেখ (৩৫)কে গাজা সহ আটক করেছেন মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে ২৫ গ্রাম গাজা সহ আটক করা হয়। আটক রিপন শেখ আট্টাকী গ্রামের জিল্লুর রহমান শেখ এর পুত্র। মডেল থানা পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি বাহিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে একাধীক মাদক মামলার পালাতক আসামী রিপন শেখকে গাজার সহ হাতেনাতে আটক করেন। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে একাধীক মাদক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছেন। অপর দিকে একই দিন বিকালে শুভদিয়া ফাঁড়ি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) সঞ্জিব কুমার পাল বিশেষ অভিযান চালিয়ে শেখ হেলাল উদ্দিন কলেজের সুইচগেট এলাকা হতে ২শত গ্রাম গাজাসহ আরিফুল ইজারাদার নামের একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন। তিনি রামপালের গৌরম্ভা ইউনিয়নের কালেখারবেড় এলাকার মোশারেফ ইজারাদার এর পুত্র। এব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
Leave a Reply