মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মোংলা মহা-সড়কের শ্যামবাগাত বাসস্ট্যান্ড এলাকায় গরু বোঝাই কাটা টেম্পুর সাথে ধাক্কা লেগে মটর সাইকেল আরোহী এস্কোমিটার চালক লোকমান আলী শেখ (২৭) ঘটনা স্থলে নিহত হয়েছেন। তিনি রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের বাবুরহাট এলাকার লিয়াকত হোসেনের পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার দিন সোমবার সন্ধ্যায় তিনি রামপাল থেকে ১টি মটর সাইকেল যোগে কাটাখালী অভিমুখে আসার সময় শ্যামবাগাত বাসস্ট্যান্ড এলাকায় আসলে সড়ক খারাপ থাকায় গরু বোঝাই কাটা টেম্পুর পিছনে ধাক্কা লাগে। এসময় তিনি গুরুত্বর আহত হলে তাঁকে ফকিরহাট উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মূত্যু হয়। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে মটর সাইকেলটি উদ্ধার করেন। তবে গরু বোঝাই কাটা টেম্পু ও চালককে আটক করতে পারেনি। এরির্পোট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।
Leave a Reply