মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে বিট পুলিশিং কমিটির সভা রবিবার সকাল ১১টায় লখপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিট পুলিশিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম ডি সেলিম রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কনক কুমার মন্ডল। কমিটির সাধারন সম্পাদক মোঃ জাহিদ ইকবাল এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্যানেল চেয়ারম্যান শেখ আলী আহম্মদ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস, শিক্ষক এমএম সুকুর আলী খান, যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ, আলমগীর হোসেন, ইমরান হোসেন শিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রেজা, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম, মোঃ মোশারেফ হোসেন, ইউপি সদস্য হুমায়ুন কবির, আরিদ হোসেন, বজলুর রহমান মোড়ল, ফিরোজ খান ও সংরক্ষিত মহিলা সদস্যা খুকুমনি বেগম। সভায় সন্ত্রাস জঙ্গিবাদ চুরি ডাকাতি ছিনতাই সংঘর্ষ ও মাদকমুক্ত এলাকা গঠনের লক্ষে বিন্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি রাজনৈতিক নেতর্ৃবৃন্দ সহ সুশীল সামাজের বিভিন্ন নেতর্ৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply