রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:২৯ অপরাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
খুলনা প্রকৌশলী প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মাতার ইন্তেকাল ফকিরহাটে ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প রামপালে দুর্বৃত্তের অগ্নি সংযোগ; বিএনপির আরও ৪ নেতা গ্রেফতার “বিজয়ের মাসের প্রথম দিনে নতুনধারার সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ ” ৩৪ দিনে ৪৮০ বাহন ও ১১৯ স্থাপনায় অগ্নি সংযোগ-ভাংচুর বাগেরহাটে আওয়ামী লীগের দুই বিদ্রোহীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৩০ প্রার্থী রামপালে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস বিএনপির ১০ নেতা গ্রেফতার  রামপালে সংসদ সদস্য পদে মন্ত্রী হাবিবুন নাহারসহ ২ জনের মনোনয়ন পত্র জমা ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এম ভি আরভিকা মোংলা বন্দরে বাগেরহাটের রামপালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রামপাল উপজেলা প্রশাসনকে আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রকল্পের ৫০ হাজার মাস্ক প্রদান 

রামপাল উপজেলা প্রশাসনকে আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রকল্পের ৫০ হাজার মাস্ক প্রদান 

মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট)।
রামপাল উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা’ প্রকল্প এর পক্ষ থেকে ৫০ হাজার মাস্ক প্রদান করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধসহ রামপাল উপজেলায় শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক বিতরণের জন্য স্বাস্থ্যসেবীদের নিকট এ মাস্ক হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল এসব সামগ্রী গ্রহণ করেন। ‘আমাদের গ্রাম’ এর যুগ্ম পরিচালক কাকলী রাণী হালদার, কর্মসূচি সংগঠক শেখ সাদী, সুমিত মণ্ডল, আলামিন শেখ, সাদিয়া ইসলাম,  সাধন ভাণ্ডারী, খাদিজা খাতুন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। কর্মসূচী সংগঠক শেখ সাদী জানান, এ উপজেলার ১০ টি ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডের ১৩৬ টি গ্রামের ৪৫ হাজার পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে প্রথম চালানে ৫০ হাজার মাস্ক প্রদান করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও ‘আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা’ প্রকল্পের মাধ্যমে আরও প্রায় ৮৫ হাজার মাস্ক প্রদান করা হবে।
Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers