উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল এসব সামগ্রী গ্রহণ করেন। ‘আমাদের গ্রাম’ এর যুগ্ম পরিচালক কাকলী রাণী হালদার, কর্মসূচি সংগঠক শেখ সাদী, সুমিত মণ্ডল, আলামিন শেখ, সাদিয়া ইসলাম, সাধন ভাণ্ডারী, খাদিজা খাতুন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। কর্মসূচী সংগঠক শেখ সাদী জানান, এ উপজেলার ১০ টি ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডের ১৩৬ টি গ্রামের ৪৫ হাজার পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে প্রথম চালানে ৫০ হাজার মাস্ক প্রদান করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও ‘আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা’ প্রকল্পের মাধ্যমে আরও প্রায় ৮৫ হাজার মাস্ক প্রদান করা হবে।
Leave a Reply