মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের মোংলায় একটি আবাসিক হোটেলের সামনে থেকে বিদেশী মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা।মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে মোংলা বাসস্ট্যান্ড সংলগ্ন অনুপম খানের আবাসিক হোটেলের সামনে অভিযান চালিয়ে বিল্লাল গাজী (২২) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।এসময় ৬ ক্যান বিদেশী বিয়ার,৬ বোতল দেশীয় মদ,২টি সীমকার্ড ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আটক বিল্লাল বরগুনা জেলার বেতাগী এলাকার মোঃ মোস্তফা গাজীর ছেলে।তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৬, খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) মোঃ বজলুর রশীদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী মদসহ বিল্লালকে আটক করা হয়েছে।সে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply