রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:২০ অপরাহ্ন
চুলকাঠি প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলা বিভিন্ন কেন্দ্রে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে লাইনে দাড়িয়ে আজ শনিবার মোট সাত হাজার মানুষ এই গণটিকা গ্রহন করেছেন। মাঠ পযার্য়ে চাহিদার তুলনায় টিকা অনেক কম আসায় অনেকে টিকা গ্রহনে উৎসাহ থাকলেও তারা না দিতে পেরে মন খারাপ করে বাড়িতে চলে গেছেন। শনিবার বিভিন্ন কেন্দ্রে প্রদর্শন করতে গিয়ে এমনি চিত্র চোখে ভেসে উঠেছে।তাছাড়া উপজেলার টিকা ক্যাম্পগুলিতে স্বাস্থ্য বিধি ও শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোছাব্বেরুল ইসলাম এর কঠোর নজরদারী লক্ষ্য করা গেছে। খানপুর ইউনিয়নের হাকিমপুর সামসুলহুদা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোর সাড়ে ৪টা হতে শতশত নারী ও পুরুষ লাইনে দাড়িয়ে স্বাস্থ্য বিধি মেনে টিকা গ্রহনের জন্য অপেক্ষা করছেন। বৃদ্ধ বৃদ্ধারা জানান, বাড়ির পাশের্ব টিকা কেন্দ্র হওয়ায় তাঁরা টিকা গ্রহন করছেন। তারা আরো বলেন, সরকার যদি পরবর্তিতে প্রতিটি ইউনিয়নের ৩টি ওয়ার্ড মিলে ১টি কেন্দ্রে করে টিকা প্রদান করেন। তাহলে কোন মানুষ টিকা না পাওয়া হবে না। এই কেন্দ্রে ৬শত মানুষকে টিকা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য কর্মিদের সহযোগীতা করার জন্য উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশ, আনসার,রেডক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবক,সংবাদকর্মি ও বিপুল সংখ্যাক স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্র পরিদর্শন করেন, জেলা পরিষদ সদস্য কাজি জাহিদ সরোয়ার টিটু, ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক শিশির শিকদার, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি পি কে অলোক ও সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। স্বাস্থ্য বিভাগের এফপিআর এস এম জোবায়ের হোসেন জানান,তারা ৮জনে মিলে ৬শত ব্যক্তিকে টিকা প্রদান করেছেন। কেন্দ্রের পরিবেশও ভাল ছিল। সামান্য বৃষ্টিতে কিছুটা সমস্যা দেখা দিলেও সার্বিক পরিস্থিতি খুব ভাল বলেও তিনি মন্তব্য করেন। প্রায় একই চিত্র দেখাগেছে ,দড়িতালুক সরকারী প্রথমিক বিদ্যালয় কেন্দ্র,বেমরতা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র,গোটাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র,চিরুলিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্র, রাখালগাছি ইউনিয়ন পরিষদ কেন্দ্র, ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদ কেন্দ্র, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্র ও আড়পাড়া সরকারী প্রথমিক বিদ্যালয় কেন্দ্র ,ডেমা ইউনিয়ন পরিষদ কেন্দ্র ,আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বাগেরহাট কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্রে অনুরুপ টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোছাব্বেরুল ইসলাম বলেন প্রথম দিনে উপজেলায় ক্যাম্পেইনের মাধ্যমে শান্তিপূর্ন ভাবে স্বাস্থ্য বিধিমেনে মোট সাত হাজার জনকে টিকা দেওয়া হয়েছে ।
Leave a Reply