শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৫১ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের মাসকাটা সবপ্রজেক্ট সরকারী খালের জাল-পাটা কিছুটা অপসরণ করা হয়েছে। গতকাল সোমবার বিভিন্ন মিডিয়ায় একাধিক সংবাদ প্রকাশের পর উপজেলা নিবার্হী অফিসার সানজিদা বেগমের নিদ্দের্শে বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর নেতৃত্বে মঙ্গলবার সকালে এই জাল-পাটা অপসরণ করা হয়। তবে বাকী খালের জাল-পাটা অচিরেই অপসরণ করা হবে বলেও তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্যা রাফেজা বেগম, ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন ফকির ও মোঃ আলমগীর হোসেন সহ গ্রামপুলিশবৃন্দ। উল্লেখ্য মাসকাটা সাবপ্রজেক্ট সরকারী খালে শতশত ব্যক্তি অবৈধ ভাবে জাল-পাটা কুমোর নাগানী ও ভেড়ীবাঁধ দিয়ে খাল গুলি ঘিরে মাছ ধরা বা চাষের নামে পানি নিস্কাশনে চরম বাঁধা সৃষ্টি করা হচ্ছে। যার ফলে চলতি বষার্ মৌসুমে প্রবল বর্ষনে উপরে জমে থাকা বিপুল পরিমানে পানি নিচেই নামতে না পেরে স্থায়ী জলাবদ্ধতা থেকে তা এখন বন্যার রুপ ধারন করতে শুরু করেছে। এ সংক্রান্ত একাধিক সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশের ফলে প্রশাসনের টনক নড়ে।
Leave a Reply