শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের মুলঘর ইউনিয়নের মুলঘর গ্রামের বিশ্বরোড সংলগ্ন একটি বাড়িতে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সোমবার গভীর রাতে মুলঘর গ্রামের বিশ্বরোড সংলগ্ন খায়রুন্নেছা বেগম এর সদ্য নির্মিত বাড়ীতে এ চুরির ঘটনাটি ঘটেছে। চোরেরা নগত ৮০হাজার টাকা ১টি ৪৩ইঞ্চি টেলিভিশন ও তিনটি দামী মোবাইল ফোন সহ প্রায় দেড়লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে গেছে। এঘটনায় উক্ত এলাকাবাসির মধ্যে চোর আতংক বিরাজ করছে। বাড়ি কেয়ারটেকার হাজেরা বেগম (৬৫) জানান, তিনি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় অজ্ঞাত চোরেরা সম্ভাবত আমগাছ বেয়ে ছাঁদের সিলেকুটা হতে প্রবেশ করে ঘরের দরজার ছিটকানী ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে নগত ৮০হাজার টাকা, ৫৫হাজার টাকা মূল্যের ১টি ৪৩ইঞ্চি টেলিভিশন ও তিনটি দামী মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। এসময় বাড়ির মালিক খায়রুন্নেছা বেগম ও তাঁর স্বামী মোঃ কায়উম শেখ বাড়ীতে ছিলেন না। স্থানীয়দের ধারনা সন্ধ্যার পর বিশ্বরোড সহ তাদের বাড়ীর আশেপাশে গাজা ও ইয়াবা নেশাখোরদের আনাগোনা চরম ভাবে বেড়ে গেছে। তাছাড়া প্রায় এই এলাকায় ছিটকে চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। মদকাসক্তরাই এই কাজটি করতে পারে বলে ভুক্তভোগীদের ধারনা। এরির্পোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।
Leave a Reply