শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৮ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
“সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৩ইং” শেষ দিনেও কোন মনোনয়ন পত্র জমা পড়েনি আওয়ামী লীগের বর্ধিত সভা আওয়ামী লীগ করে নৌকার বিরোধিতা করলে কঠোর ব্যাবস্থা বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা রামপালে তার চোরসহ আটক -২ বাগেরহাটে অপরাজিতা নেটওয়ার্কের মানববন্ধন ও ত্রৈমাসিক সভায় রামপালে বিনামূল্যে ২ হাজার কৃষক পেল সার ও রামপাল থানার সাইবার বুলিং রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন বাগেরহাটের খানজাহান আলী মাজার দীঘি থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার রামপালে যুবলীগের কর্মী সভা স্ত্রী হাবিবুন নাহারের পক্ষে ভোট চাইলেন খুলনা সিটি মেয়র খালেক বাগেরহাটে শীতের শুরুতেই আশা’র কম্বল বিতরণ
একযোগে সমগ্র বাগেরহাট ব্যাপী চলছে ফ্রি টিকা নিবন্ধন

একযোগে সমগ্র বাগেরহাট ব্যাপী চলছে ফ্রি টিকা নিবন্ধন

চুলকাঠি ডেস্ক

বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময় এর দিক নির্দেশনা এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে গতকাল ০১ আগষ্ট থেকে চলমান টিকা নিবন্ধন কেন্দ্রের পাশাপাশি উপজেলার প্রায় সব মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে বিনামূল্যে করোনা টিকা নিবন্ধনের এক যুগান্তকারি পদক্ষেপ গ্রহন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুছাব্বেরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলের ভ্যাকসিন গ্রহণ অতি জরুরি। টিকা গ্রহণের ক্ষেত্রে অধিক বয়স্কদের টিকা গ্রহণের প্রবণতা কম, কিন্তু কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে অধিক বয়স্কদের মৃত্যু ঝুঁকি বেশি পরিলক্ষিত হচ্ছে। একইসাথে সমাজের অপেক্ষাকৃত পিছিয়ে পড়া ও স্বল্পশিক্ষিত জনগোষ্ঠীকে ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ ও সহযোগিতা করা প্রয়োজন৷ এমতাবস্থায়, সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ২৫+ সকল নাগরিকদের কোভিড-১৯ এর টিকা প্রদানের নিমিত্ত অতি জরুরিভিত্তিতে রেজিস্ট্রেশনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে ।

এ লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারসমূহে প্রতি কর্মদিবসে বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে৷ সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মচারি, দফাদার, চৌকিদার সহ অন্যান্যদের কাজে লাগিয়ে প্রয়োজনে বাড়ী বাড়ী গিয়ে হলেও রেজিস্ট্রেশনের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হচ্ছে৷ এর পাশাপাশি বাগেরহাট সদরের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে ০১ আগস্ট ২০২১ থেকে বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ সকল অভিভাবক ও বয়স্ক, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিবন্ধনের জন্য উদ্বুদ্ধ করবেন ও সহযোগিতা করবেন৷ সংযুক্ত তালিকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে দুপুর ০১টা পর্যন্ত যে কেউ বিনামূলে ভ্যাকসিন নিবন্ধন করতে পারবেন৷ এছাড়াও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচি পালন করছে৷
ইতোমধ্যে ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন নিবন্ধনে বিষয়ে যে কোনো প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (01733360232), উপজেলা একাডেমিক সুপারভাইজার (01711120779) বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যার এর সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান,
উপযুক্ত ব্যক্তি আগে নিবন্ধন করলে আগে টিকা পাবেন ভিত্তিতে টিকা প্রদান করা হচ্ছে৷ অতএব আগেভাগে নিবন্ধন করে ফেলা অতি জরুরি এবং সকলকে টিকার আওতায় আনতে প্রথমেই নিবন্ধন করতে সকলকে উৎসাহিত করতে উপজেলা ব্যাপী বিনা মুল্যে নিবন্ধন কার্যক্রম পরিচালনা চলছে। নিবন্ধনের কাজটি একটি সম্মিলিত সামাজিক কর্মসূচিতে রূপান্তরিত করতে সকল সচেতন নাগরিককে তার পার্শ্ববর্তী নাগরিককে নিকটবর্তী ইউনিয়ন অথবা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করানোর অনুরোধ জানান তিনি।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers