স্টাফ রিপোর্টার
রামপালে সাদিয়া জান্নাত বাঁধন (১৭) নামের এক কলেজ পড়ুয়া তরুণী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় ওই কিশোরী মাতা গত গত ২৭/০৭/২১ তারিখ রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গত ৬ দিনেও ওই কিশোরীর কোন খোঁজ না পাওয়ায় তার পরিবারের সদস্যরা ভেঙ্গে পড়েছেন। নিখোঁজ সাদিয়া ভেকটমারী গ্রামের আ. কাদেরের কন্যা।
ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২৬/০৭/২০২১ তারিখ উপজেলার শ্রীফলতলাস্থ নানা বাড়ি থেকে বিকাল আনুমানিক ৫ টার সময় বাইরে বের হয়ে আর ফিরে আসেনি। বাঁধন ফিরে না আসায় তার নিকট আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ খবর নেন তার পরিবারের সদস্যরা। তার মাতা রাজিয়া সুলতানা জানান, দুই সন্তানেরা মধ্যে সাদিয়া বড়। কি কারণে সে চলে গেছে বা কেউ তাকে অপহরণ করেছে কি না তার চিন্তিত তার পরিবার।
এ ব্যাপারে রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা নিখোঁজ ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টার করছি।
Leave a Reply