মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন
চুলকাটি প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের ভট্র-বালিয়াঘাটা এলাকায় প্রবল বর্ষনে জমে থাকা বিপুল পরিমান পানি সরবরাহ না হওয়ায় প্রায় ৫০টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এতে ঐ এলাকায় বসবাসরত পরিবার গুলো এখন মানবেতন জীবন যাপন করছে। জানা গেছে,ভট্র-বালিয়াঘাটা এলাকায় একাংশের সকল পানি খুলনা-মোংলা মহাসড়কের ভট্টে-বালিয়াঘাটা কালভাট দিয়ে সরবরাহ হয়ে তা ভোলা নদীতে পড়ে সরবরাহ হয়ে থাকে। কিন্তু সেই খাদেপড়া পানির জায়গা এলাকার কয়েকজন ব্যক্তি বালু দিয়ে ভরাট ও কালভাটের মুখে জাল-পাটা ও নেট দিয়ে আটকানোর কারনে পানি নিস্কাশনের পথ সম্পূন্ন বন্ধ হয়ে যায়। এ অবস্থায় প্রবল বর্ষনের সকল পানি ভট্টে বালিয়াঘাটা এলাকার জমে প্রায় ৫০টি পরিবার এখন পানি বন্ধি হয়ে পড়েছে। ভুক্তভোগী বাবুল মোড়ল, রশিদ মোড়ল, শাহাদাৎ মোড়ল, আমজাদ মোড়ল, হামিদ মোড়ল, ইব্রাহিম মোড়ল, শহীদুল ইসলাম বয়াতী ও মোস্তফা বয়াতী সহ একাধিক ব্যক্তিরা অভিযোগ করে বলেন, সরকারী কালভাটটি গুটি কয়েকজন ঘের মালিক নেট জাল-পাটা দিয়ে বন্ধ করে রাখার করনে আমরা ১৫দিন যাবৎ পানি বন্ধি হয়ে পড়েছি। আমাদের রান্না খাওয়া চলাচল করা প্রায় অসম্বব হয়ে পড়েছে। স্থানীয় এলাকাবাসি মোঃ সোবহান শেখ জানান, সরকারী জলমহল কোন প্রকার লীজ না নিয়ে এলাকার কয়েকজন ব্যাক্তি সেখানে মৎস্য ঘের করে পানি নিস্কাশনের পথ বন্ধ করে রেখেছে। শুধু তাই নয়, পানি নিস্কাশন পথের মুখে নেট জাল-পাটা দিয়ে আটকিয়ে রাখায় স্থানীয় জনগন পড়েছেন মহাবিপাকে। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোছাব্বেরুল ইসলাম এর সাথে আলাপ করা হলে তিনি বলেন আমি বৃহস্পতিবার সন্ধ্যায় লোকমুখে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে কয়েকটি স্থান দিয়ে পানি নিস্কাসনের সুব্যবস্থা গ্রহন করেছি, বাকি সমস্যা গুলি সমাধানের জন্য অতিদ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলেও তিনি জানান।
Leave a Reply