রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ অপরাহ্ন
শিশির শিকদার,চুলকাটি(বাগেরহাট)।
ঢাকা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটে পিকাপ ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে ইজিবাইকে থাকা ৬জন যাত্রী ঘটনা স্থলেই মূত্যু এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১জন সহ মোট ৭জন নিহত হয়েছেন। মার্মান্তিক এ র্দুঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল আনুমানিক পোনে ৭টায় ফকিরহাটের পিলজংগ-বৈলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে। পুলিশ ঘাতক পিকাপ ও তার চালক ওসমান গণী-কে আটক করতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট মডেল থানায় ১টি মামলা দায়ের হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, উক্ত দিন সকালে ফকিরহাট হতে একটি পিকাপ (ঢাকা-ন-২০-০০৮০) কাটাখালী অভিমুখে যাওয়ার সময় কাটাখালী হতে ফকিরহাট গামী একটি যাত্রীবাহী ইজিবাইক ৬জন যাত্রী নিয়ে যাচ্ছিল। এসময় পিলজংগ-বৈলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে পিকাপ চালক নিয়ন্ত্রন হারিয়ে ইজিবাইটিকে চাপা দেয়। ফলে ইজিবাইকের মধ্যে থাকা ৬জন যাত্রী ঘটনা স্থলেই মূত্যু বরণ করেন। এ সময় গুরুত্বর আহত ১জন-কে খুমেকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও বিকালে মারা যান। নিহতরা হলেন,ফকিরহাটের নলধা-মৌভোগ এলাকার দিপক রাহার পুত্র উৎপল রাহা (৪১), একই এলাকার জগদিশ দত্তের পুত্র নয়ন দত্ত (২৫), বাগেরহাট সদর উপজেলার দক্ষিন খানপুর গ্রামের মুন্তাজ আলীর পুত্র নজরুল ইসলাম (৫০), টাউন নওয়াপাড়া এলাকার মৃতঃ কালি চরন দে এর পুত্র গৌর কুমার দে (৫০), রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী গ্রামের মৃতঃ ওহিদ শেখ এর পুত্র আব্দুল হাই (৫৫) একই উপজেলার ব্রী-চাকশ্রী এলাকার মৃতঃ দবির উদ্দিনের পুত্র ইজিবাইক চালক রেজাউল করিম (৫০) ও একই এলাকার আলী আকবার এর পুত্র দিন মজুর নুর মোহম্মদ শেখ (৬০)। পুলিশ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে ফকিরহাট সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসারা তাদের মৃতঃ বলে ঘোষনা করেন। দুর্ঘটনার ঘটনার খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, মডেল থানা পুলিশের ওসি আবু সাইদ মোহম্মদ খারুল আনাম ও কাটাখালী হাইওয়ে থানার ওসি মোঃ আলী হোসেন সহ বিভিন্ন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেন। এ মর্মান্তিক র্দুঘটনায় নিহতের বাড়ী ও এলাকায় চলছে শোকের মাতম।
Leave a Reply