রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৭ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে দুইজন মাদক সেবী সহ ১৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার আট্টাকী এলাকায় বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি দল পৃথক অভিযানে মো: বাপ্পি শেখ (২৪ কে ইয়াবা ট্যাবলেটসহ এবং মো: লিটন শেখ (৩৮) কে গাজাসহ আটক করে। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম তাদের দুজনকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ইন্সপেক্টর মিলন কুমার মূখার্জী ও সহকারি পরিচালক মো: বুলু শেখ উপস্থিত ছিলেন। ফকিরহাট ইউএনও সানজিদা বেগম বলেন, করোনা নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনে বিধি নিশেষ অমান্য করায় গত ২৪ ঘন্টায় ১৬জনকে ৩৫হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আব্দুল হাকিম মোড়ল (৪২) ও প্রদীপ কুমার শীল (২৪) নামের দুই দোকানদারকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরও বলেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ সেনাবাহিনীও পুলিশ প্রশাসন। তারা বিভিন্নএলাকায় টহল দিচ্ছে। ফকিরহাট সদর বাজারের প্রবেশ পথগুলো বাঁশ দিয়ে বন্দ করে রেখেছে। যাতে যানবাহন চলাচল করতে না পারে।
Leave a Reply