বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে করোনা উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসক সুভাষ দত্ত (৫৮) মারা গেছেন। তিনি বুধবার (৭জুলাই) দুপুর আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, পল্লী চিকিৎসক সুভাষ দত্ত মঙ্গলবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্তহয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ফকিরহাটে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৯জন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানান, বুধবার ৫৩জনের নমূনা সংগ্রহ করা হয়। নমূনা পরীক্ষায় ২৯জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৫শতাংশ। ফকিরহাটে স্বাস্থ্য বিধিনা মানায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু, উপসর্গ নিয়ে মৃত্যু ও করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে।
Leave a Reply