বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে কঠোর লকডাউন মেনে চলার বিষয়ে কঠোর থাকতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।বুধবার তিনি ভার্চুয়াল এক বৈঠক থেকে সরকারি বিধিনিষেধ প্রতিপালনের বিষয়ে এই নির্দেশনা দেন।এর আগে দুপুরে ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলামও ঘোষিত সর্বাত্মক লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলেই তার বিরুদ্ধে মামলা, এমনকি গ্রেপ্তারও করা হতে পারে বলে হুঁশিয়ার করেন।বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে প্রথম দিনে ৫০০০ মামলা ও গ্রেপ্তার করতে হচ্ছে, আমরা তাও করব।”তিনি বলেছিলেন, “রাস্তায় কোনো ব্যক্তিগত যানবাহন চলবে না। শুধু রিকশা চলতে পারবে।”বিকালে আইজিপি পুলিশ সদরদপ্তর থেকে ভার্চুয়াল মাধ্যমে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইন-চার্জসহ সব ইউনিট প্রধানদের নির্দেশনা দেন বলে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এতে বলা হয়, সরকারি বিধি-নিষেধ চলাকালে সকলকে ঘরে থাকার আহবান জানান আইজিপি।তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করেন।সংক্রমণ রোধে বিধি-নিষেধ যথাযথভাবে বাস্তবায়নের দায়িত্ব পালনকালে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা প্রদানে সবার সহযোগিতাও চান বেনজীর আহমেদ।
Leave a Reply