শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের সামনে সরকারী জমিতে অবস্থিত অবৈধ স্থাপনা গুলি উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসন তড়িৎ পদক্ষেপ গ্রহন করেছেন। তারই প্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে চুলকাটি প্রেসক্লাবের সামনের অবৈধ স্থাপনা গুলি উপজেলা নিবার্হী অফিসারের নিদ্দেশে উক্ত স্থান পরিদর্শন করেছেন ভাটপাড়া ইউনিয়ন সহকারী ভুমি কর্মকতার্ সৈয়দ দিলদার আলী। তিনি এ সময় অবৈধ ভাবে দখলে থাকা স্থাপনার মালিক মোঃ খায়রুল ইসলাম সহ অপর তিনজনকে আগামী ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা গুলি নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য উপজেলা নিবার্হী অফিসার মোঃ মোছাব্বেরুল ইসলাম এর পক্ষে নির্দ্দেশ প্রদান করেন। এতে স্থানীয়দের মাঝে কিছুটা সস্তি ফিরে এসেছে, তবে স্থানীয় সচেতন মহল দ্রুত সরকারী জমি দখল মুক্ত করার দাবী করেছেন। এব্যাপারে জানতে চাওয়া হলে ভাটপাড়া ইউনিয়ন সহকারী ভুমি কর্মকতার্ সৈয়দ দিলদার আলী বলেন তিনি উপজেলা নিবার্হী অফিসারের লিখিত নিদ্দেশে অবৈধ স্থাপনা গুলি সরেজমিনে দেখতে এসেছেন। অবৈধ স্থাপনা থাকার সত্যতা পাওয়ায় অবৈধ দখলদারদেরকে আগামী ৭ দিনের মধ্যে অবৈধ দখল ছেড়ে দেওয়ার নিদ্দেশ প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন নির্দ্ধরিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা গুলি অপসরন করা না হলে উপজেলা প্রশাসন আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন বলেও তিনি জানান।
Leave a Reply