সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:১৩ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক
আগামী সোমবার থেকে সীমিত পরিসরে সারাদেশে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। লডকাউন বাস্তবায়নে মাঠপর্যায়ে হার্ডলাইনে থাকবে পুলিশ। রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।আজ রোববার (২৭ জুন) করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১১২ জন।
লকডাউন বাস্তবায়নে পুলিশ মাঠপর্যায়ে হার্ডলাইনে থাকবে সেই ইঙ্গিত গত শুক্রবার জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি গণমাধ্যমের কাছে বলেন, এবারের লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে পুলিশ কাউকে ছাড় দেবে না।ডিএমপি কমিশনার বলেন, গত লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়েছিলেন। কিন্তু এবার তা হতে দেওয়া হবে না। প্রত্যকে মোড়ে মোড়ে থাকবে পুলিশের কড়া চেকপোস্ট। কারণ দর্শানো ছাড়া চেকপোস্ট পার হয়ে কেউ যেতে পারবে না। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে এবার কঠোর ভূমিকায় মাঠে থেকে কাজ করবে পুলিশ।
Leave a Reply