শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে বন্ধুকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে ১৬ ও ১৭ বছর বয়সী দুই কিশোরকে সাত বছর কিশোর উন্নয়ন কেন্দ্রে আটকের আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২২ জুন) বিকেলে বাগেরহাট নারী ও শিশু আদালত-২ এর বিচারক মো. নূরে আলম আসামীদের উপস্থিতিতে এই আদেশ দেন।আটকাদেশ প্রাপ্ত কিশোরদের বাড়ি মোংলা উপজেলায়।মামলার বিবরণে জানা যায়,হত্যা্র শিকার মোংলা উপজেলার মোঃ দুলাল তালুকদারের ছেলে মোঃ হৃদয় দীর্ঘদিন ধরে আটকাদেশ প্রাপ্ত কিশোরদের সাথে ড্যান্ডি (এক ধরণের মাদক) সেবন করে আসছিল।মাদক সেবন জনিত বিরোধের ফলে ২০১৭ সালের ২৯ মে রাত আটটার সময় হৃদয়কে হত্যা করে মোংলা উপজেলার দিগরাজস্থ নৌবাহিনীর ক্যাম্পের বিপরীত পাশে ভেড়িবাধের নিচে নদীর পাড়ে ফেলে রাখে ওই দুই কিশোর।পরবর্তীতে হত্যার শিকার কিশোরের বাবা ওই দুই কিশোরকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।হৃদয় হত্যা মামলায় ২০১৯ সালের ১৪ জুলাই আসামীদের গ্রেফতার করে পুলিশ।একই বছর ৩১ ডিসেম্বর ওই দুই কিশোরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।পরবর্তীতে ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্র্রহন ও পোরিপার্শ্বিক ঘটনা বিবেচনা করে আদালত শিশু আইন ২০১৩ এর ৩৪ ধারা মোতাবেক অপরাধি দুই কিশোরকে সাত বছর শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আদেশ দেন।কিশোর হত্যা মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এপিপি রণজিৎ কুমার মন্ডল এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন বিধান চন্দ্র মন্ডল।
Leave a Reply