শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৭ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
সারাদেশের ন্যায় ফকিরহাটেও মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। ২০জুন রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২য় পযার্য় ৫৩হাজার ৩শত ৪০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতক জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধনের অংশ হিসাবে ১শত পরিবারকে কবুলিয়ত, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদ ও ঘরের চাবি প্রদান করা হয়। প্রধানমন্ত্রী কতর্ৃক উদ্ভোধনের সাথে সাথে ১শত পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খান, উপজেলা নিবার্হী অফিসার সানজিদা বেগম, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানা, সমাজসেবা অফিসার আব্দুর সবুর, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, সাধারন সম্পাদক শিরিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, খান শামীম জামান পলাশ, শেখ শহীদুল ইসলাম, এ্যাডঃ হীটলার গোলদার সহ বিভিন্ন দপ্তরের প্রধানগনেরা। অনুষ্ঠানে বঙ্গবন্ধু পল্লী-২ (তেকাটিয়া) ও বঙ্গবন্ধু পল্লী-৩ (খড়িবুনিয়া) ১শত পরিবারের হাতে ঘরের দলিল প্রদান করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply