রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
লকপুর প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের খাজুরা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শেখ আলী আহম্মদ তঁার নিজস্ব অর্থায়নে আদর্শ গ্রামে চলাচলের অযোগ্য প্রায় ২শত ফুট রাস্তায় ইটের সলিং নিমার্ণ করে দিয়েছেন। ফলে আদর্শ গ্রামের অর্ধ শতাধিক পরিবারের চলাচলে দীর্ঘদিনের যে সিমাহীন সমস্যা তা অনেকাংশে লঘব হয়েছে। জানা গেছে, খাজুরা ১০গেটের পাশের্ব আদর্শ গ্রাম সহ বেশ কয়েকটি এলাকা অবস্থিত। যে এলাকার শতাধিক পরিবারের লোকজন আদর্শ গ্রাম রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। কিন্তু বষার্ মৌসুমে হাটু সমান জল কাদা ভেঙ্গে স্থানীয় জনগনকে চলাচল করতে হয় সিমাহীন সমস্যায়। সেই দুঃখ দুর্দশা লঘবের জন্য খাজুরা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শেখ আলী আহম্মদ তঁার নিজস্ব অর্থায়নে আদর্শ গ্রামে চলাচলের অযোগ্য প্রায় ২শত ফুট রাস্তায় ইটের সলিং নিমার্ণ করে রাস্তাটি পাকা করে দিয়েছেন। ফলে আদর্শ গ্রামের অর্ধ শতাধিক পরিবারের চলাচলে দীর্ঘদিনের যে সিমাহীন সমস্যা তা অনেকাংশে লঘব হয়েছে। এর আগেও তিনি একই ওর্য়াডে ১৪/১৫টি কাচা রাস্তায় ইটের সিলিং নিমার্ণ করে এলাকায় বেশ সুনাম অর্জন করেছেন।
Leave a Reply