রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
ফকিরহাটে ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প রামপালে দুর্বৃত্তের অগ্নি সংযোগ; বিএনপির আরও ৪ নেতা গ্রেফতার “বিজয়ের মাসের প্রথম দিনে নতুনধারার সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ ” ৩৪ দিনে ৪৮০ বাহন ও ১১৯ স্থাপনায় অগ্নি সংযোগ-ভাংচুর বাগেরহাটে আওয়ামী লীগের দুই বিদ্রোহীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৩০ প্রার্থী রামপালে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস বিএনপির ১০ নেতা গ্রেফতার  রামপালে সংসদ সদস্য পদে মন্ত্রী হাবিবুন নাহারসহ ২ জনের মনোনয়ন পত্র জমা ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এম ভি আরভিকা মোংলা বন্দরে বাগেরহাটের রামপালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন বাগেরহাটে মনোনয়ন ফরম সংগ্রহ তিন স্বতন্ত্রসহ ১৪ প্রার্থী
রামপালে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

রামপালে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

মেহেদী হাসান, (রামপাল)নিজস্ব প্রতিবেদক বাগেরহাটের রামপালে দিনব্যপী প্রাণীসম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সহযোগীতায় ৫ জুন শনিবার উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় দিনপ্যপী আকর্ষনীয় বৈচিত্রময় এই মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা গোলজার হোসেন, উপ- সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল, খলিলুর রহমান, অমর কুন্ডু, ঝন্টু বৈরাগী প্রমূখ।
দিনব্যপী এই মেলায় উপজেলার মোট ৪১ টি ষ্টল নিয়ে খামারী ও প্রযুক্তি ব্যবসায়ী ও সরবরাহকারীরা অংশ নেয়। প্রদর্শণীতে উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়ের ষ্টল, উন্নত জাতের মহিষের ষ্টল, উন্নত জাতের ছাগল ভেড়ার ষ্টল, উন্নত জাতের হাঁস মুরগীর ষ্টল, বিভিন্ন শৌখিন পাখি ও প্রাণী (কবুতর, ময়না, টিয়া, ঘুঘু, খরগোশ, বিড়াল, টারকি, কোয়েল প্রভৃতি) ষ্টল, বিভিন্ন প্রাণী প্রযুক্তির ষ্টল, দুগ্ধজাত পণ্য (মিষ্টি দই ঘি ছানা ইত্যাদি) ষ্টল, বিভিন্ন উৎপাদিত মাংশ প্রক্রিয়াজাত পণ্য দ্বারা দৃষ্টিনন্দন ষ্টল প্রদর্শন করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান বলেন, দেশে উন্নত জাতের বংশ বিস্তার ও খাদ্যপণ্যের চাহিদা মেটাতে কৃষকের দোরগোড়ায় উন্নত জাত ও প্রযুক্তি হস্তান্তর করছেন সরকার। এতে করে জ্ঞান ধারনা ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ ঘটবে। মূলত এই মেলার লক্ষ্য ও উউদ্দেশ্য হলো প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করা। ক্ষুদ্র খামারী ও উদ্যেক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি। বিজ্ঞান ভিত্তিক লালন পালন কৌশল অবহিত করা। উন্নত জাতরে পশুপাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং জনসাধারনের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করা।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন বলেন, এটা বর্তমান সরকারের যুগান্তকারী একটি পদক্ষেপ যা প্রাণীসম্পদ সেক্টরে অভাবনীয় পরিবর্তন আনবে। প্রান্তিক খামারিদের সাবলম্বী করতে আমাদের উপজেলা প্রশাসন তৎপর রয়েছ। পাশাপাশি আজকের এই প্রদর্শনী মেলায় আগত বিভিন্ন খামারি ভাইয়েরা তাদের প্রচেষ্টার কষ্টের ফসল মেলায় প্রদর্শন করে সফলতা দেখিয়েছেন।
Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers