রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:১০ পূর্বাহ্ন
সাকিব ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় ১ নং বেতাগা ইউনিয়নের বিঘাই গ্রামে ও পার্শ্ববর্তী গ্রামের গত ২৯/০৫/২০২১ ইং শনিবার দিবাগত রাতে শংকর বিশ্বাস এর ৩ একর মৎস ঘেরে গভীর রাতে এলাকার চিহ্নিত দূর্বত্তরা বিষ প্রয়োগ করে মৎস্য ঘেরে গলদা বাগদা রুই মাছ সহ অন্যান্য মাছ মরে পচে নষ্ট হয়েছে। এতে তার ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। একই গ্রামের লালু বসুর ৩ বিঘা, অরুন সরদার এর ৩ বিঘা, কুমারখালী গ্রামের বংশধর দাশের ২ একর , সমীর হালদার এর আড়াই বিঘা মৎস্য ঘেরে সহ মোট ৫ টি মৎস্য ঘেরে দূর্বত্তরা বিষ প্রয়োগ করে। এতে কম পক্ষে ১০/১২ লক্ষাধিক টাকার চারা মাছের ব্যাপক ক্ষতি হওয়ায় মৎস্য চাষিরা বিষ আতংক এ বিরাজ করছেন। এ নিয়ে স্থানীয় জন প্রতিনিধি ও প্রশাসন এর নিকট দূর্বত্তদের শনাক্ত করে তাদের শাস্তির দাবি জানীয়েছে ভুক্তভোগী মৎস্য চাষিরা।
Leave a Reply