শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের শরনখোলা ও মোংলা উপজেলায় সাইক্লোন ইয়াসে ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরন করেছে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট।শুক্রবার সকালে শরনখোলা উপজেলার বগী,চালিতা বুনিয়া,খুড়িয়াখালী,শরনখোলা চরকান্দা এলাকায় ক্ষতিগ্রস্থ ৫০০শতটি পরিবারের মাঝে এই ফুড প্যাকেজ বিতরন করা হয়।দুপুরে মংলা উপজেলার উত্তর চিলা,দক্ষিন চিলা,কানাই নগর,এবং হলদি বুনিয়া এলাকার ইয়াসে ক্ষতিগ্রস্থ ৫০০শতটি পরিবারের মাঝে এই ফুড প্যাকেজ বিতরন করা হয় রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদও দপ্তরের সহায়তায় প্রদত্ত প্রতিটি ফুড প্যাকেজে চিড়া,চিনি,বিস্কুট,পানি,খাওয়ার স্যালাইন,সাবান,মাস্ক ব্যাগসহ অন্যন্যে মালামাল ছিলো।বাগেরহাট জেলা ইউনিট সেক্রেটারী জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম এর তত্বাবধানে ফুড প্যাকেজ বিতরনের সময় ইউনিটের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ,যুব সদস্যবৃন্দ,সিডি আর প্রকল্পের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,প্রত্যাক ইউনিট কর্মকর্তা,উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি,সাংবাদিক,এন ডি আর সদস্যসহ এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply