বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাট জেলার বিভিন্ন মহাসড়কে চলাচলকারী অবৈধ মাহেন্দ্র, ইজিবাইক, নছিমন,করিমন, থ্রি-হুইলার বন্ধের দাবিতে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাগেরহাট আন্ত: জেলা বাস-মিনিবাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট আন্ত: জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুলবাকী তালুকদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রিপন, লাইন সম্পাদক মোঃ নকীব মাসুদুর রহমান রূপসা বাস-মিনিবাস মালিক সমিতির কোষাধ্যক্ষ বাবু কমলেশ দাস মোঃ হেমায়েত উদ্দিন রেজাউল মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, বিগত কয়েক মাস যাবত লগ-ডাউনের পর থেকে মহাসচকে থ্রি হুইলারের অবাধ বিচরণ। এখন স্বাস্থবিধি মেনে বাস চলাচল শুরু হয়েছে কিন্তু থ্রি হুইলারের কারনে বাস চালকদের যত্রতত্র বিপাকে পড়তে হচ্ছে এবং একারণে বড় দুর্ঘটনার আশংকা বেড়ে যাচ্ছে।তাই মহাসচকে থ্রি হুইলার বন্ধের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা
Leave a Reply