মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের হোগলডাঙ্গা এলাকায় মধ্য বয়সী এক নারীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে এক জনের নাম উল্ল্যেখ করে মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) কনক মন্ডল জানান, মামলার আসামী উপজেলার হোগলডাঙ্গা গ্রামের জামাল উদ্দিন মোড়লের ছেলে আজিম উদ্দিন মোড়ল (৩৮) কে আটক করেছে। এ ব্যাপারে মডেল থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, গত ১৮মে ভোর রাতে স্বামী বাড়ীতে না থাকার সুযোগে আজিম উদ্দিন মোড়ল ঘরে ঢুকে ওই নারীকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এ ঘটনায় ওই নারী নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
Leave a Reply