বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
বাগেরহাট অফিস
জ্যেষ্ট সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ,মামলা প্রত্যাহার নি:শর্ত মুক্তি ও হেনস্তা কারিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বাগেরহাট প্রেসক্লাব ও বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে।প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা,সাধারন সম্পাাদক তালুকদার আব্দুল বাকি,সাবেক সভাপতি বাবুল সরদার,আহাদ উদ্দিন হায়দার ,সহ-সভাপতি নকিব সিরাজুল হক, যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেন,সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান,আলী আকবর টুটুল,সাংবাদিক মোঃ ইয়ামীন আলী,মোঃ ইনজামামুল হক বক্তব্য রাখেন। এসময় বাগেরহাটে কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।মানবন্ধনে বক্তারা,অভিলম্বে রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ,নি:শর্ত মুক্তি ও হামলাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান ।বক্তারা বলেন, সংবাদপত্র রাষ্ট্রের শত্রু নয়।সংবাদপত্র ও গনমাধ্যম রাষ্ট্রের সহযোগিত হিসেবে কাজ করে।প্রজাতন্ত্রের কর্মচারীদের ভুল ত্রুটি,অনিয়ম ও দূর্নীতি বিষয় গনমাধ্যমে প্রকাশ করে সরকারকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে।কিন্তু পরিতাপের বিষয় আজ গনমাধ্যমের টুটি চেপে ধরা হচ্ছে।গনমাধ্যমকে বাকরুদ্ধ করে কেউ পার পাবে না।সাংবাদিক রোজিনাসহ সকল নির্যাতিত সাংবাদিকদের বিচারের দাবিতে গনমাধ্যমকর্মীরা সোচ্চার রয়েছে।অবিলম্বে প্রথম আলোর জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দিতে হবে।সারাদেশে সাংবাদিক নির্যাতন,খুন,গুম, মামলা, হামলা,হয়রানি বন্ধসহ ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিলের দাবি জানান গনমাধ্যমকর্মীরা।
Leave a Reply