শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
চুলকাঠি অফিস
বাগেরহাটের কৃর্তি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের আজীবন সদস্য নিবার্চিত হয়েছেন। শুক্রবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে কার্য নিবার্হী কমিটির সাধারন সভায় সকলের উপস্থিততে সর্ব সম্মতিক্রমে তাঁকে প্রেসক্লাবের আজীবন সদস্য-০১ নিবার্চিত করা হয়। প্রেসক্লাবের উন্নয়নে অসামান্য অবদান ও সমাজ সেবায় বিশেষ ভুমিকা রাখায় স্বীকৃতি স্বরুপ তাঁকে সম্মান সুচক এই পদ প্রদান করা হয়েছে। কার্য নিবার্হী কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সোবহান, অর্থ বিষয়ক সম্পাদক অমিত কর বিলাশ, কার্য নিবার্হী কমিটির সদস্য শিশির শিকদার, শেখ মিজানুর রহমান মিঠু, বিপুল কুমার দেবনাথ, মোঃ আরিফুজ্জামান ঢালী, সাধারন সদস্য জিএম মিজানুর রহমান, সেকেন্দার আলী মোড়ল ও মাহাফুজুর রহমান প্রমুখ। এর আগে প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহম্মদ আনিসুর রহমান।
Leave a Reply