রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন সানজিদা বেগম। তিনি রোববার(০২ মে) বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন এবং সোমবার (০৩ মে) সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন । দায়িত্ব গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
দায়িত্ব গ্রহণের পর উপজেলার বিভিন্ন প্রকল্প পরিচিতির সময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা কৃষি অফিসার মো. নাছরুল মিল্লাত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান হিটলার গোলদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। আজ তিনি নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করবেন।
Leave a Reply