শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
“সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৩ইং” শেষ দিনেও কোন মনোনয়ন পত্র জমা পড়েনি আওয়ামী লীগের বর্ধিত সভা আওয়ামী লীগ করে নৌকার বিরোধিতা করলে কঠোর ব্যাবস্থা বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা রামপালে তার চোরসহ আটক -২ বাগেরহাটে অপরাজিতা নেটওয়ার্কের মানববন্ধন ও ত্রৈমাসিক সভায় রামপালে বিনামূল্যে ২ হাজার কৃষক পেল সার ও রামপাল থানার সাইবার বুলিং রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন বাগেরহাটের খানজাহান আলী মাজার দীঘি থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার রামপালে যুবলীগের কর্মী সভা স্ত্রী হাবিবুন নাহারের পক্ষে ভোট চাইলেন খুলনা সিটি মেয়র খালেক বাগেরহাটে শীতের শুরুতেই আশা’র কম্বল বিতরণ
লকপুর ভৃষন ডিজিটাল স্কেল ভাংচুরের ঘটনায় মামলা দায়ের

লকপুর ভৃষন ডিজিটাল স্কেল ভাংচুরের ঘটনায় মামলা দায়ের

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের লখপুরে অবস্থিত ভৃষন ডিজিটাল স্কেলে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় অবশেষ মডেল থানায় আসামীদের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। ভৃষন ডিজিটাল স্কেলের প্রোপাইটার মোঃ তৌহিদুল ইসলাম তুহিন এই মামলাটি দায়ের করেন। মামলার বিবারনীতে জানা গেছে,গত ১১এপ্রিল সকাল ৯টায় খুলনা মংলা মহাসড়কের ফকিরহাটের লখপুর ভৃষন ডিজিটাল স্কেলে সামনে মহাসড়কের উপর সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এসময় লখপুর গ্রামের মুজিবুর রহমান, শফিকুল ইসলাম, দেবাশিষ দাশ, জামাল শেখ, আজমল শেখ ও মামুন শেখ সহ অজ্ঞাত ১০/১২জন ব্যক্তি লাঠিসোডা, দা শাবল, হাতুড়ী, লোহার রড সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে স্কেল অফিসে অনধিকার প্রবেশ করে তাকে সহ তার অপারেটর ধিমান বিশ্বাস এবং ক্যাশিয়ার মোঃ কায়েশ এর উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ভুষন ডিহিটাল স্কেলের প্রায় ৭.০০.০০০/-(সাত লক্ষ) টাকার ক্ষতি হয়। তাছাড়া তারা ক্যাশ বাক্স হতে ১.২০.০০০/-হাজার টাকা ও টেবিলের উপর থাকা ৬৫হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় বাধা দিতে আসলে আসামীদের হামলায় মহিলা সহ বেশ কয়েকজন আহত হলে তাদেরকে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ফকিরহাট মডেল থানায় ১৪৩. ৪৪৮. ৩২৩. ৩২৪.৩২৫. ৩২৬. ৩৮০. ৩৫৪. ৪২৭. ৫০৬ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২২,তারিখ ২৪এপ্রিল। এরির্পোট লেখা পর্যন্ত পুলিশ কোন আসামীকে আটক করতে পারেনী।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers