রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের ফকিরহাটের বাহিরদিয়া কালি মন্দির এলাকায় যাত্রাবাহী মাহিন্দার সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক নারী সহ কমপক্ষে ৪জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ফকিরহাট থেকে ছেড়ে যাওয়া রূপসাগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্রা উক্ত স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহিন্দ্রা যাত্রী রূপসার আইচগাতী গ্রামের মারুফ শেখ (৩০), বাহিরদিয়া এলাকার মারিয়া খাতুন (১৮), বারাশিয়া গ্রামের কেরামত আলী (৪২) ও নৈহাটী গোডাউন মোড় এলাকার মো: মিজানুর রহমান (৪২) আহত হয়েছেন।
Leave a Reply