শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
মোংলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে সহপাঠি কলেজ ছাত্র আটক, থানায় মামলা   চুলকাটি প্লন্টিং ফর ফিউচার এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাগেরহাটে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স বাগেরহাটে ডিবিসি নিউজের সাংবাদিককে ‘নব্য বিএনপি-জামায়াত’ সমর্থকদের মারধর বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক পিকআপ সংঘর্ষে শিক্ষিকাসহ নিহত-৪ বাগেরহাটে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার রামপালে পর্ণগ্রাফি আইনের মামলা করায় বাদীকে হুমকি  রামপালে কৃষকের জমি অবৈধভাবে দখলের অভিযোগ রামপালে জোরপূর্বক জমি দখল নিতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
সিলেটে লকডাউন মানাতে বাঁশের ব্যারিকেড

সিলেটে লকডাউন মানাতে বাঁশের ব্যারিকেড

চুলকাঠি ডেস্ক

লকডাউন মানাতে সিলেটে প্রতিদিন চলছে অভিযান। প্রশাসনের জেরার মুখে পড়ে জরিমানা দিয়ে পার পেয়ে যাচ্ছেন স্বাস্থ্যবিধি অমান্যকারীরা।যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েও নিয়ন্ত্রণে আনতে পারছে না পুলিশ। অবশেষে লকডাউন কঠোরভাবে কার্যকরে নতুন পরিকল্পনা করেছে সিলেট মহানগর পুলিশ। যানবাহন চলাচল রোধে নগরে ১৪টি পয়েন্টে বাঁশের ব্যারিকেড বসিয়েছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক ডিভিশন।সোমবার (১৯ এপ্রিল) মহানগরের ছয় প্রবেশদ্বারসহ নগর এলাকায় আটটি পয়েন্টে বাঁশের ব্যারিকেড বসানো হয়েছে। তাতে যানবাহন চলাচল গতিরোধ করা যাচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বুধবার (১৪ এপ্রিল) লকডাউনের শুরু থেকেই দেখা গেছে অনেকেই বিভিন্ন অজুহাতে বাসাবাড়ি থেকে বের হচ্ছেন। লকডাউন মানার ব্যাপারে মানুষের মধ্যে প্রবণতা কম। এ কারণে সোমবার দুপুর থেকে লকডাউন কার্যকর করতে সিলেটের ছয়টি প্রবেশদ্বার ও নগরের আটটি পয়েন্টে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। যারা নানা অজুহাতে বের হচ্ছেন তাদের আটকানো হচ্ছে। একান্ত জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে অন্যদের যানবাহন আটকানো হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সচেষ্ট রয়েছে পুলিশ। প্রতিটি বেড়ার সামনেই পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে। মুভমেন্ট পাসে অনুমোদিত গাড়িগুলো ও জরুরি প্রয়োজন ছাড়া যথাযথভাবে যারা প্রমাণ দিতে পারছেন না তাদের গাড়িগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।নগর ঘুরে দেখা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সিলেটের প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বর, অতিরবাড়ি, শ্রীরামপুর বাইপাস, পারাইরচক, বটেশ্বর, এয়ারপোর্ট সড়ক, কাজিরবাজার সেতুর দক্ষিণ পার্শ্ব মারকাজ পয়েন্টে, আম্বরখানা, বন্দরবাজার, টিলাগড়, মদিনামার্কেট, লামাবাজার, জিন্দাবাজার ও  রিকাবীবাজারে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। তাতে চৌকি বসিয়ে দায়িত্ব পালন করছেন ট্রাফিক সদস্যরা। অনেকে অপ্রয়োজনে গাড়ি নিয়ে বের হলে তাদের ফিরিয়ে দিতে দেখা গেছে। এসব তল্লাশি চৌকিতে বিভিন্ন ধরনের যানবাহন, রিকশারোহী, মোটরসাইকেল চালকসহ হাঁটা মানুষদেরও পুলিশের জেরা মুখে পড়তে হচ্ছে। প্রয়োজনীয় কারণ ব্যতিরেকে এবং যৌক্তিক কারণ ছাড়া সবাইকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers