শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১৮ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাটের সদর খানপুর উপজেলার দক্ষিন খানপুর থেকে গতকাল মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর অলিউর রহমানের নেতৃত্বে এএসআই জসিমসহ সঙ্গীয় ফোর্স উপজেলার দক্ষিণ খানপুর কাছারিবাড়ির মাঠের সামনে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একই এলাকার আকমান হাওলাদারের পুত্র জাকির হাওলাদার (৩৮),জিন্নাত শেখের পুত্র বকতিয়ার শেখ(২০),এবাদ হাওলাদারের পুত্র টুকু হালদার (২৫) কে আটক করেছে শুল্ক তদন্তকেন্দ্র পুলিশ। তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ইন্সপেক্টর ওলিয়ার রহমান বাদী হয়ে আজ বুধবার সকালে বাগেরহাট সদর মডেল থানায় দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে আসামিদের জেলহাজতে প্রেরণ করেছেন।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছেন।
Leave a Reply