সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩২ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
রামপাল থানার ওসি আশরাফুলের প্রচেষ্টায় নিখোঁজ আরাফাতকে ফিরে পেল পরিবার  রামপাল থানার ওসি আশরাফুল আলমকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা রামপালের গৃহবধূ জান্নাতুল সন্তানসহ মানিকগঞ্জের ঘিওর থেকে নিখোঁজ মোংলা থানার ওসি’র বিদায়ী সংবর্ধনা  বাগেরহাটে বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ দেশসেরা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হলেন রামপাল থানার ওসি আশরাফুল আলম  এক রাতের ব্যবধানে মোংলায় পেঁয়াজের কেজি ১০০থেকে ১৮০টাকা  মোংলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা নৌকার বিরোধিতা করে দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবেন তা হতে পারেনা: কেসিসি মেয়র
বাগেরহাটে এটিএম বুথে নেই টাকা,ভোগান্তিতে গ্রাহকরা

বাগেরহাটে এটিএম বুথে নেই টাকা,ভোগান্তিতে গ্রাহকরা

বাগেরহাট অফিস
বাগেরহাটে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে টাকা না থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।জরুরী প্রয়োজন থাকায় অনেককে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে দেখা গেছে এটিএম বুথের সামনে।অনেকে আবার টাকা না পেয়ে ফিরে গেছেন।মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে বিভিন্ন এটিএম বুথ ঘুরে এসব জানা যায়।বিকেল দেড়টা থেকে ৪টা পর্যন্ত বাগেরহাট শহরের সোনালী ব্যাংক,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,ও ইসলামী ব্যাংকের বুথ ঘুরে দেখা যায় বুথগুলোর অর্ধেক সাটার টানা।নেই কোন সিকিউরিটি গার্ড।সোনালী ব্যাংকের বুথের সামনে দাড়িয়ে থাকা কেশবপুর গ্রামের আছাদুজ্জামান সহ একাধিক লোক বলেন,দুপুর দেড়টা থেকে দাড়িয়ে আছি এখন পৌনে চারটা বাজে এখনও বুথের সাটার খোলেনি। অনেকক্ষন পর একজন সিকিউরিটি গার্ড এসে বললেন অপেক্ষা করেন টাকা পাবেন।এ বিষয় জানতে চাইলে সোনালী ব্যাংকের বাগেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম বলেন,টাকা শেষ হয়ে যাওয়ার কারণে বন্ধ রয়েছে।আমরা টাকা লোড করছি।পুরোনো টাকা থাকার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।এদিকে সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের বুথের সামনে অপেক্ষা করেও টাকা তুলতে পারেননি বাগেরহাট সদর উপজেলার ডেমা এলাকার মোঃ শাহিন।তিনি বলেন, আগামী কাল থেকে লকডাউন।সবকিছু বন্ধ থাকবে,আজকে টাকা না তুলতে পারলেতো বিপদে পড়ে যাব।শুধু শাহিন নয় এমন অনেককেই এভাবে অপেক্ষা করতে দেখা গেছে বুথের সামনে।কেউ কেউ আবার বিরক্ত হয়ে ফিরে গেছেন, আগামী কাল উত্তোলন করবেন বলে।টাকা না থাকায় ইসলামী ব্যাংকের এটিএম বুথও বন্ধ ছিল কয়েক ঘন্টা।বিকেল থেকে দুটি কাউন্টারের একটি কাউন্টার চালু হয়েছে বলে জানান এটিএম বুথের সিকিউরিটি গার্ড মেহেদী হাসান।ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আব্দুর রশীদ বলেন,নেটওয়াকের্র সমস্যার কারণে এটিএমবুথ মাঝে মাঝে বন্ধ থাকে।টাকা শেষ হওয়ার কারণে আপতত বন্ধ রয়েছে। টাকা লোড করা হচ্ছে,কিছুক্ষনের মধ্যেই গ্রাহকরা টাকা তুলতে পারবেন।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers