মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
মোংলা বন্দর কর্তৃপক্ষের জায়গার অবৈধ দখল স্থাপনা উচ্ছেদ বাগেরহাটে এম এ এইচ সেলিম বরণে প্রস্তুতিমূলক সভা  অসুস্থ সাংবাদিক সম্পাদক তরিকুল ইসলামের  সুস্থতা কামনায়  চুলকাটি প্রেসক্লাবের বিবৃতি  ফকিরহাটে ৯০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার শুভদিয়ায় বিএনপি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত ফকিরহাটে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার,মামলায় মা-ছেলে গ্রেপ্তার মোংলায় আ.লীগ ফ্যাসিবাদ দোসর আবারও সক্রিয় হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের র‍্যালি মোংলা পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ৩ নেতাকর্মী আটক  বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা
মাগুরায় পেঁয়াজের ফলনে খুশি চাষিরা

মাগুরায় পেঁয়াজের ফলনে খুশি চাষিরা

মাগুরা প্রতিনিধি

চলতি মৌসুমে মাগুরা জেলায় পেঁয়াজের ভালো ফলন হয়েছে। ইতিমধ্যে খেত থেকে পেঁয়াজ উঠিয়ে তা বাজারে বিক্রি করতে শুরু করেছেন কৃষকরা। ভালো দাম পেয়ে কৃষকরাও খুশি।জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। চলতি মৌসুমে জেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৪০০ হেক্টর জমিতে।চাষ হয়েছে ১০ হাজার ৫০০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার তুলনায় ১ হাজার ১০০ হেক্টর বেশি। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ১৯০ হেক্টর, শ্রীপুরে ৬ হাজার ৩৫০ হেক্টর, শালিখায় ১ হাজার ১৪০ হেক্টর এবং মহম্মদপুরে ১ হাজার ৮২০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে ।

চাষকৃত জমি থেকে ১ লাখ ৪৭ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এবার আবহাওয়া অনুকূলে থাকায় জেলার পেঁয়াজের ফলন অনেক ভালো হয়েছে। ভালো দাম পাওয়ায় কৃষকরাও লাভবান হচ্ছেন।

এ মৌসুমে উচ্চ ফলনশীল জাতের লালতীর কিং, বারি পেঁয়াজ-১, বারি-৪ পেঁয়াজসহ দেশি জাতের পেঁয়াজ চাষ হয়েছে। এসব জাতের পেঁয়াজের সাদ গন্ধ হুবহু দেশি পেঁয়াজের মত। এ ছাড়া কৃষকরা এসব জাতের পেঁয়াজের বাজার মূল্য ভালো পায় এবং এটির সংরক্ষণ করতেও বেশ সুবিধা।

নতুন ওঠা এসব পেঁয়াজ পাইকারি বাজারে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে জেলার চার উপজেলার মধ্যে শ্রীপুর উপজেলায় সবচেয়ে বেশি জমিতে পেঁয়াজের চাষ হয়েছে।

শ্রীপুর উপজেলার চর মালায়নগর গ্রামের কৃষক রাজু রায় জানান, এবার সাড়ে চার বিঘা জমিতে লালতীর কিং জাতের পেঁয়াজের আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শে সময়মত সেচ ও সার দেয়ায় পেঁয়াজের ফলন ভালো পেয়েছেন । সব মিলিয়ে এবার তিনি চাষকৃত জমি থেকে ২০০ থেকে ২৫০ মণ পেঁয়াজ ঘরে তুলতে পারবেন বলেন আশা করছেন তিনি।

ইতিমধ্যে জমি থেকে পেঁয়াজ তুলে তা পাইকারি বাজারে ১ হাজার ১২০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা মণ দরে বিক্রি করছেন ।

একই গ্রামের কৃষক পরিমল বাছাড় জানান, তিনি এ বছর প্রায় সাড়ে ৩ বিঘা জমিতে লালতীর কিং জাতের পেঁয়াজ চাষ করেছেন। যা থেকে তিনি প্রায় ১৩৫ থেকে ১৫০ মণ পেঁয়াজ পাওয়ার পাশপাশি ভালো দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় পেঁয়াজের ফলন অনেক ভালো হয়েছে ।

পেঁয়াজ চাষ সফল করতে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে। এ মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ না থাকার কারণে পেঁয়াজের কোন ক্ষতি হয়নি। ভালো দাম পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers