শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের লখপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রলি চালক বেলাল মোল্লা (১৯) নিহত হয়েছেন। এসময় ট্রলিতে থাকা ৩জন শ্রমিক গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি রবিবার সকাল ৯টায় লখপুর ভূষন ডিজিটাল স্কেলের সামনে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান,কাটাখালী হতে ভাংগাড়ী ভর্তি একটি ট্রাক (যশোর-ড-১১-০৫৮৯) লখপুর ভূষন ডিজিটাল স্কেলের মাপ দেওয়ার জন্য প্রবেশ করছিল। এসময় রুপসা হতে ইট ভাংগার কাজে নিয়োজিত ট্রলি দ্রুত গতিতে এসে ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনা স্থলেই বেলাল মোল্লা (১৯) নিহত হয়। এসময় রূপসার বাগমারা গ্রামের মানিক মোল্লা (৩০), আবু বক্কার মোল্লা (২০) ও জীবন মোল্লা (২৫) নামের তিন শ্রমিক আহত হয়ে তিলক কুদিরবটতলা সিএসএস হাসাপাতালে ভর্তি হয়েছে। পুলিশ ট্রাকের চালক মোড়লগঞ্জের শেখপাড়া গ্রামের ইউসুব আলী খানের ছেলে রুবেল খান (২৬) কে আটক ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে। নিহত বেলাল মোল্লার বাড়ী মোড়লগঞ্জ উপজেলার বোরগুনা গ্রামের কালাম মোল্লার পুত্র।
Leave a Reply