শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাট কচুয়ার বাধাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে একটি প্রসুতি মা ও তার নব জাতক সন্তানকে নিয়ে এলাকার একটি চাদাবাজ চক্র নানান প্রকার অপপ্রচার চালাচ্ছে।এব্যাপাওে প্রসুতির স্বামী জাকির শেখ তার পরিবারকে নিয়ে এধরনের অপ্রচার চালানোর ত্রীব্র নিন্দা জানিয়েছেন।প্রাপ্ত অভিযোগে জানাগেছে,কাটাবুনিয়া গ্রামের খালেক শেখ এর পুত্র জাকির শেখ তার সন্তান সম্বাবনা স্ত্রী রিক্তা বেগম ২৪ গত ৩১/০৩,২১ অসুস্থ হওয়ার কারনে তার স্ত্রীকে নিয়ে সকাল ১১ টায় প্রতিবেশী বাধাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করে।সেখানে রুগির সকল ধরনের পরিক্ষা নিরিক্ষা শেষে ওই দিন রাত ১০টায় ডা: সজ্ঞিত কুমার মন্ডল ও ডা: এইচ পি শিকদার এর মাধ্যমে স্ত্রী রিক্তা বেগমের সিজার সু সম্পর্ন করে।এতে উভয়ে সুস্থ থাকেন। কিন্তু জাকিরের প্রথম সন্তান হওয়ার কারনে তার আত্বীয় স্বজন বেশী আদর করতে গিয়ে ছেলে হাত ফসকে পড়ে গিয়ে পড়ে ডান পাটি ভেঙ্গে যায়।এদিকে দিন মজুর অশিক্ষিত জাকিরকে ভুল বুঝাইয়া প্রতিবেশী অপর ক্লিনিক ব্যবসায়ী ও তার কতিপয় আত্বীয় স্বজন জাকিরকে দিয়ে নানান প্রকার ভুল বুঝাইয়া গত ৪/৪/২০২১ তারিখ বিভিন্ন দপ্তরে বিভিন্ন স্থানে ক্লিনিকের নামে ভিত্তিহীন অভিযোগ দায়ের করার চেষ্ঠা করে।সাহস সম্পুর্ন কাল্পনিক ভাবে করানো হয়েছে।জাকির আরো বলেন,আমার পরিবার নিয়ে কুৎসা রটনাকারীদেও বিরুদ্বে আমি অচিরেই মামলা করবো।এক প্রেস বিফিংয়ে রিক্তার মা ছালেহা বেগম বলেন,আমার শক্র পক্ষরা আমার পরিবার নিয়ে এমন স্যান্ডেল ছড়াচ্ছে।স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মন্জু বেগম বলেন,যারা আমাদেও রাজনৈতিক প্রতি পক্ষ তারা আমাদের পরিবার নিয়ে এসব বলে কি লাভ তাদের।বাধাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মো: কবির হোসেন ও মো: কামাল হোসেন বলেন,স্থানীয় কতিপয় ভখাটেদের আমরা কোনো প্রকার উপরি বা পাত্তা না দেওয়ার কারনে তারা মাঝে মধ্যে ক্লিনিকের রুগিদেও মাঝে মাঝে মধ্যে এমন অপ্রচার চড়ায়।তারা যতই সড়যন্ত করার চেষ্টা করুক আমরা কখনোই এই উপরি মাদক সেবীদের প্রশ্রয় দেবনা।
Leave a Reply